হাবিল ও কাবিল হলো ইসলামী ধর্মের একটি প্রাচীন কাহিনীর প্রধান চরিত্রগুলি। এই কাহিনী তৌরাত, ইনজীল এবং কুরআনে উল্লেখিত হয়েছে। হাবিল এবং কাবিল আদম ও হওয়ারিশের দুই ছেলে, এবং এই কাহিনী তাদের মধ্যে ঘটুকে যায় এবং তাদের প্রতি আল্লাহর পরিকল্পনা এবং মানবিক আচরণ বিষয়ে শিক্ষা দেয়।

No comments:
Post a Comment