সন্তান লাভের দু’আ/আমলঃ
সন্তান লাভের দু’আ/আমলঃ
رَبِّ ہَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ
রব্বি হাবলী মিনাসস-লিহীন।
সূরা আস-সাফফাত আয়াত ১০০
নেককার স্ত্রী ও নেক সন্তান লাভের দু’আঃ
রব্বানা-হাবলানা-মিন আজওয়াজিনা ওয়া জুররিইয়্যাতিনা ক্বুররতা আ’ইউনিউ ওজা ‘আলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন,যারা আমার চক্ষু শীতল করে দেয় আর আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও
সূরা : ফুরকান আয়াত ৭৪
وَ زَکَرِیَّاۤ اِذۡ نَادٰی رَبَّہٗ رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ ﴿ۚۖ۸۹﴾
ওয়া জাকারিইইয়াইযনা-দা-রব্বাহূরাব্বি লা-তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খয়রুল ওয়ারিছীন।
আর স্মরণ কর যাকারিয়ার কথা, যখন সে তার প্রতিপালককে আহবান করে বলেছিল, ‘হে আমার প্রতিপালক! আমাকে একা (সন্তানহীন) ছেড়ে দিও না এবং তুমিই সর্বোত্তম উত্তরাধিকারী।’
সুরা আম্বিয়া আয়াত ৮৯
No comments