Monday, March 25, 2024

একটি শিক্ষা মূলক গল্পঃ

 শিক্ষা মূলক গল্পঃ

অংকের শিক্ষক একটি অংক দিয়ে বললেন,তোদের মধ্যে যে অংকটি পারবে তাকে আমি এক জোড়া জুতা গিফ্ট করবো। 


                                      সকল ছাত্র অংকটি সঠিক উত্তর দিলো ।

                                                               শিক্ষক,

আমিতো একজনকে জুতো দিতে পারবো। একটা কাজ করা যাক । লটারি করি। বাক্সের মধ্যে তোরা তোদের নাম আর রোল নাম্বার লিখে দে। ছাত্ররা নাম, রোল নম্বর লিখে বাক্সে রাখলো। শিক্ষক বাকসো একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন।

                                                         শিক্ষক,

আমি কি নাম টা পড়বো? ছাত্ররা এক সঙ্গে বললো পড়ুন স্যার। পুরো ক্লাস pin drop silence.. শুধু শ্বাস -  প্রশ্বাস এর শব্দ। শিক্ষক পড়লেন,' আব্দুল রোল নম্বর ১। ছাত্ররা হাততালি দিয়ে ফাস্ট বইকে অভিনন্দন জানালো। শিখন পরের দিন এক জোড়া জুতা নিয়ে এসে বললেন, ' তোরা সকলে মিলে জুতোটা ওকে পরিয়ে দে।' টিচার্স রুমে ঐ শিক্ষকের চোখে জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলো, ' স্যার, আপনার চোখে জল কেনো!' শিক্ষক জুতোর ঘটনা খুলে বলে, বললেন ' আব্দুল ক্লাসে এক মাত্র ছাত্র যে কিনা, খালি পায়ে স্কুলে আসে। আমি ওর চিন্তা করে কঠিন অংক দিলাম। সবাই অংকটি সঠিক উত্তর দিলো। সবচেয়ে অবাক লাগলো, লটারীর বাকসো খুলে দেখি সকল ছাত্রই তাদের নিজ নিজ নাম না লিখে, লিখেছিলো, আব্দুল, রোল ১ ❤️ যাতে করে জুতো জোড়া আব্দুল পায়। 🙏 


                                           সেই ছাত্রটি : A.P.J. Abdul Kalam.🙏

                                                (Former President of India)


                                                       ( সংগৃহীত)🙏


                   ধন্যবাদ গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।

No comments:

Post a Comment