একদা এক অলস ছেলে
একদা এক অলস ছেলে
এক সময়ে এক গ্রামে একজন অলস ছেলে ছিল, সে সব সময় চাইতো কোন কাজ না করে সে তিন বেলাই সে ভালো ভালো খাবার খাবে। একদিন সে তার গ্রামেরই এক খামারের পাশ দিয়ে হেটে যাবার সময়, খেয়াল করলো সেই বাগানে অনেক টসটসে আপেল গাচ্ছে ঝুলে আছে। সে সিদ্ধান্ত নিলো যে সে এখান থেকে আপেল চুরি করবে। যখনই সে বাগানে ঢুকে আপেল চুরি করতে লাগলো, ঠিক তখনই বাগানের মালিক তাকে দেখে ফেলে, তারপর দৌড়ে তার দিকে আস্তে থাকে। অলস ছেলে টা খুব ভয় পেয়ে গেল, এবং দৌড়ে পাশেই এক গভীর জঙ্গলে ঢুকে পড়লো। যকন সে জঙ্গলে হাঁটছিলো তখন সে একটি নেকড়ে। দেখতে পেলো, সেই নেকড়ের শুধুমাত্র দুইটি পা ছিলো। ছেলে টি নেকড়ে কে দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, আরে দুই পা নিয়ে কিভাবে এই নেকড়ে বেঁচে আছে? একেতো তার দুই পা নেই তাই সে হাঁটতে ও পারে না আর দৌড়ানো তো দূরের কথা। সে খাবার বা পায় কথাই সে খায় বা কি আর অন্যান্য প্রাণী দের থেকেই বা কিভাবে নিজেকে রক্ষা করে! তারপর সে যখন নেকড়ে থেকে চোখ সরিয়ে সামনে এগুতে লাগলো, হটাৎ তখন সে একটি সিংহ কে দেখতে পেলো। সিংহের মুখে একটা মাংসের টুকরো ছিল, সেটা নিয়ে সিংহটি নেকড়ের দিকেই যাচ্ছিলো। অলস ছেলেটি প্রাণ বাঁচানোর জন্যে গাছে উঠে পড়লো, কিন্তু সে খেয়াল করে নেকড়ে টি সেই একই জায়গায় বসে আছে, যেহেতু তার দুই পা নেই তাই সে দৌড়াতে ও পারবে না । এরপর ছেলেটি যা দেখলো, টা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিলো না, সে দেখলো সিংহটি মাংসের টুকরো এনে নেকড়ে কে খাবার জন্য তার মুখের কাছে রাখলো। অলস ছেলেটি এটা দেখে খুশি হয়ে ভাবতে লাগলো আসলেই আল্লাহর কি লীলাখেলা ! সে ভাবতে লাগলো আল্লাহ অবশ্যই তার সব সৃষ্টির জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান করেই রাখে। এরপর সে ভাবতে লাগলো আল্লাহ তায়ালা তার জন্যে ও কোনো প্ল্যান অবশ্যই করে রেখেছে। তারপর সে সেখান থেকে বের হয়ে এক রাস্তার ধারে বসে পড়লেন, আর কেও খেতে দেবে সেই আশায় সময় পার করতে লাগলেন। সেখানে সে দুইদিন অপেক্ষা করতে লাগলেন, খাবারের আশায়। সে আর ক্ষুধা সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে পরলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে সে এক গেনি ব্যাক্তির দেখা পেল, আর তাকে সব খুলেবলে জিজ্ঞেস করলো। "বাবা, আল্লাহ সেই একটা সামান্য নেকড়ের জন্য উপায় করে দিলো আর আমার জন্য কেনো তিনি কিছুই করলেন না?"। জ্ঞানী ব্যাক্তিটি উত্তরে বললেন। হ্যা এটা সত্যি যে তিনি সবার জন্যেই কোনো না কোনো প্ল্যান করে রেখেছেন। আর তুমিভো অবশ্যই তার একটা প্ল্যানের অংশ। কিন্তু ছেলে তুমি তার দেওয়া শিক্ষাটা ভুলভাবে গ্রহণ করেছ। তিনি চাননি যে তুমি সেই নেকড়ের মতো হও, তিনি চেয়েছেন তুমি যেনো সেই সিংহের মত হও। মাঝে মধ্যে আমরা ও আল্লাহর সাথে রাগ করে থাকি, আমাদের মনে হয় কেনো আমার আজ কিছুই নাই। কেনো আমি জীবনে কিছুই করতে পারি নি আমরা হয় তো আল্লাহর প্লান্টাই ভুল বুঝি, মনে রাখবেন তিনি সবার জন্যেই কোনো না কোনো প্ল্যান অবশ্যই রাখেন। এবার শুধু সেটা আপনার খুঁজে বের করা দরকার। আশা করি এই ছোটো গল্পঃ কোনো একদিন আপনার জীবন বা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে।
🥰 গল্পটা ভালো লাগলে অবশ্যই 👍লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ❤️
💥 গল্পটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 💥
No comments