কিয়ামতের ১০টি বড় আলামত, যা আল্লাহ ও রাসুল (সা.) আমাদের জানিয়েছেন —

আসসালামু আলাইকুম, প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,

চলুন জেনে নেই কিয়ামতের ১০টি বড় আলামত, যা আল্লাহ ও রাসুল (সা.) আমাদের জানিয়েছেন —


1️⃣ ইমাম মাহদির আগমন
➡️ সত্য ও ইনসাফ কায়েম করবেন। উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন।

2️⃣ দাজ্জালের আগমন
⚠️ চরম ফিতনা নিয়ে আসবে, মিথ্যা দাবি করবে যে সে “রব”!
(সহিহ মুসলিম: ২৯৩৭)

3️⃣ ঈসা (আ.)-এর আগমন
🕋 তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন।

4️⃣ ইয়াজুজ-মাজুজের বের হওয়া
🌍 বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে দুনিয়ায়।
(সূরা আল-আম্বিয়া: ৯৬)

5️⃣ তিনটি বিশাল ভূমিধস
🔄 একবার পূর্ব দিকে, একবার পশ্চিমে ও একবার আরব ভূখণ্ডে।

6️⃣ আকাশ থেকে ধোঁয়া (দুখান) নেমে আসা
🌫️ যা সবাইকে ঢেকে ফেলবে।
(সূরা আদ-দুখান: ১০)

7️⃣ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে
⛔ তখন আর তাওবা কবুল হবে না।
(সহিহ মুসলিম: ১৫৭)

8️⃣ দাব্বাতুল আরদ – জমিনের একটি জীবের আগমন
🦎 সে মানুষের মুখে ছাপ মেরে দেবে, কে মুমিন কে কাফের।

9️⃣ জ্ঞান উঠিয়ে নেওয়া ও আলেমদের মৃত্যু
📚 ইসলামিক জ্ঞান অদৃশ্য হবে, ফিতনা বাড়বে।

🔟 ইয়েমেন দিক থেকে এক ভয়াবহ আগুন বের হওয়া
🔥 যা মানুষকে হাশরের মাঠের দিকে তাড়িয়ে নেবে।

Muhammad ৪৭:১৮
فَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِيَهُمْ بَغْتَةً ۚ فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا ۚ فَاَنّٰي لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰىهُمْ 
সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে, কিয়ামত তাদের উপর আকস্মিকভাবে এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?

☑️ সহিহ হাদিস থেকে কিয়ামতের বড় আলামতসমূহ

1️⃣ ইমাম মাহদি সম্পর্কে
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"মাহদি আমার বংশধর হবেন। তাঁর নাম আমার নামের মতো এবং তাঁর পিতার নাম আমার পিতার নামের মতো হবে।"
(আবু দাউদ: ৪২৮২  সহিহ হাদিস)
---

কালেমার দাওয়াত
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِ
“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল।”

---

স্মরণ করি ও ছড়িয়ে দিই!
سُبْحَانَ اللَّهِ – আল্লাহ পবিত্র ও মহান
ٱلْحَمْدُ لِلَّهِ – সমস্ত প্রশংসা আল্লাহর জন্য
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ – আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই
ٱللَّهُ أَكْبَرُ – আল্লাহ সর্বশ্রেষ্ঠ
أَسْتَغْفِرُ اللَّهَ – আমি আল্লাহর কাছে ক্ষমা চাই

No comments

Powered by Blogger.