কুরআনের যে সূরাহ আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবে


শিখে রাখুন কাজে আসবে -


কুরআনের যে সূরাহ আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবে :


১) সূরা ফাতেহা আপনাকে আল্লাহর গজব থেকে রক্ষা করবে। 

২) সূরা ইয়াসিন কেয়ামতের দিন পিপাসার্ত হওয়া থেকে রক্ষা করবে। 

৩) সূরা ওয়াকিয়া দারিদ্র্যতা থেকে রক্ষা করবে। 

৪) সূরা মূলক কবরের আজাব থেকে রক্ষা করবে। 

৫) সূরা কাউসার শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করবে। 

৬) সূরা কাফিরুন মৃত্যুর সময় কুফরী থেকে রক্ষা করবে। 

৭) সূরা ইখলাস মুনাফিকী হতে রক্ষা করবে। 

৮) সূরা ফালাক হিংসুকের হিংসা থেকে রক্ষা করবে। 

৯) সূরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা থেকে রকম করবে। 

১০) সূরা দু'খান কেয়ামতের দিন ভয়াল অবস্থা হতে রক্ষা করবে। 

এক আল্লাহর সত্য বাণী আল কুরআনেই পারে সকল মুসলমানদের রক্ষা করতে। সকলে আমল গুলো করার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। 🤲💗

No comments

Powered by Blogger.