নিজেকে যেভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন

নিজেকে যেভাবে ধাপে ধাপে পরিবর্তন করবেন-


(১) সর্বপ্রথম নিজের নিয়ত ঠিক রাখবেন।

(২) আযান দেওয়ার পরপরই সালাত আদায় করবেন।

(৩) প্রত্যেক ওজুর পরে কালেমা শাহাদাত পাঠ করবেন।

(৪) ধীরে ধীরে নামাজ আদায় করবেন এবং নামাজের পর জিকির করবেন।

(৫) প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করবেন।

(৬) প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন।

(৭) নাটক, মুভি, মিউজিক থেকে দূরে আসুন আজই।

(৮) কারো সাথে দেখা হলে সালাম বিনিময় করুন।

(৯) আপনার বন্ধু আত্মীয়-স্বজনকে দ্বীনের দাওয়াত দেন।

(১০) নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং হিংসা, গীবত, অহংকার থেকে বেঁচে থাকুন।

(১১) প্রতিদিন রাতে সূরা মূলক পাঠ করুন।

(১২) রাতে তাড়াতাড়ি ঘুমান এবং তাহাজ্জুদ ও ফজরের নামাজের নিয়ত করুন।

(১৩) বেশি বেশি দোয়া ইস্তেগফার ও দুরুদ পাঠ করুন।

(১৪) নিজের চোখকে হেফাজত করুন।

(১৫) সপ্তাহের শুক্রবারকে বেশি গুরুত্ব দিন, এই দিনের প্রতিটি আমলই গুরুত্বের সাথে সম্পূর্ণ করার চেষ্টা করুন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। "আমিন"

No comments

Powered by Blogger.