Monday, June 10, 2024

কখনই হতাশ হবেন না

 

কখনই হতাশ হবেন না 


হতাশ?

ভাবছেন দুয়া করা ছেড়ে দিবেন? অভিমান হচ্ছে?কান্না পাচ্ছে!!? রবের প্রতি অভিযোগ করেছেন দোয়া কবুল হবে না দেখে ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না। তবে মনে রাখুন... আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে!! যেই রব (আ:) মা বাবা ছাড়া বানালেন । যে আল্লাহ মুশা (আ:) কে তারশত্রুর ঘরে বড়ো করলেন। যে আল্লাহ মরিয়াম (আ:)কে স্বামী ছাড়া সন্তান দিলেন।যে আল্লাহ আর কতো কতো অসম্ভব কে সম্ভব করলেন। সেই আল্লাহ আপনার দুয়া কবুল করতে পারেন না? ভুলে যাবেন আরোশের মালিক আপনার রব। তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। সঠিক সময় সব পেয়ে যাবেন,

                       ইনশাআল্লাহ 

আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গল জনক....!!! থেমে যাবেন না!!.. হতাশ হবেন না!!- দোয়া করতে থাকুন ওয়ালিল্লাহী শেষ হাসিটা আপনিই হাসবেন






No comments:

Post a Comment