Header Ads

Header ADS

❝সূরা কাউসার❞ শব্দে শব্দে বাংলা অনুবাদ

 ❝সূরা কাউসার❞ শব্দে শব্দে বাংলা অনুবাদ৷

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সূরা কাউসার (الكوثر), আয়াতঃ ১
❞اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ❝
🔹ইন্না (اِنَّ) নিশ্চয়
🔹না (نَا) আমরা [না (نَا) আল্লাহর দিকে সম্পৃক্ত হলে না (نَا) এর অর্থ আমি হয়]
🔸ইন্না- (اِنَّاۤ) নিশ্চয় আমি, নিশ্চয় আমরা৷
🔹আ'ত্ব (اَعۡطَی) দেওয়া, দান করা, উপহার দেওয়া৷
🔹আ-তা (أٰتَى) দেওয়া, প্রদান করা
🔹না (نٰ) আমরা [না (نَا) আল্লাহর দিকে সম্পৃক্ত হলে না (نَا) এর অর্থ আমি হয়]
🔹আতইনা (اَعۡطَیۡنٰ) আমি দান করেছি, আমরা দান করেছি৷
🔹কা (کَ) তোমার/তোমাকে, আপনার/আপনাকে
🔸আ‘তইনা-কা (اَعۡطَیۡنٰکَ) আমি আপনাকে দান করেছি, আমি তোমাকে দান করেছি৷
🔸কাউসার (الۡکَوۡثَرَ) কাউসার, জান্নাতী নহর/নদী
▪️ইন্না- আ‘তইনা-কাল কাউসার (اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ) নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি৷ / নিশ্চয় আমরা আপনাকে কাউসার দান করেছি৷
❞اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ❝
উচ্চারণঃ- ইন্না- আ‘তইনা-কাল কাউসার।
অনুবাদঃ- নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সূরা কাউসার (الكوثر), আয়াতঃ ২
❞فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ❝
🔹ফা (فَ) অতএব, সুতরাং, কাজেই, অতঃপর, ফলে৷
🔹সল্লা (صَلَّ) সালাত আদায় করা৷
🔹সল্লি (صَلِّ) সালাত আদায় কর/করুন৷
🔸ফাসল্লি (فَصَلِّ) অতএব সালাত আদায় করুন, কাজেই সালাত আদায় করুন, সুতরাং সালাত আদায় কর৷
🔹লি (لِ) জন্য
🔹রব্বা (رَبَّ) লালন পালন করা
🔹রব (رَبّ) রব, পালনকর্তা, প্রভু, প্রতিপালক৷
🔹কা (کَ) তোমার/তোমাকে, আপনার/আপনাকে
🔹রব্বিকা (رَبِّکَ) আপনার রবের, তোমার রবের৷
🔸লিরব্বিকা (لِرَبِّکَ) আপনার রবের জন্য, তোমার রবের উদ্দেশ্যে৷
🔹ওয়া (وَ) এবং, ও, আর, অথচ, অথবা, শপথ, কসম৷
🔹নাহারা (نَحَرَ) কোরবানী করা
🔹ইনহার (اِنۡحَرۡ) কোরবানী কর, কোরবানী করুন৷
◾নহর (نهر) নদী
◾নাহার (نهار) দিন
🔸ওয়ানহার (انۡحَرۡ) এবং কোরবানী করুন, এবং কোরবানি কর৷
▪️ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার (فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ) অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানী করুন৷ / অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং কোরবানী কর৷
❞فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ❝
উচ্চারণঃ- ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার।
অনুবাদঃ- অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানী করুন৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
❐ সূরা কাউসার (الكوثر), আয়াতঃ ৩
❞اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ❝
🔸ইন্না (اِنَّ) নিশ্চয়
🔹শানিআ (شَنِأَ) বিদ্বেষ পোষণ করা, শত্রুতা পোষণ করা, অসম্মান করা, টিটকারি করা৷
🔹শা-নিআ/শা-নিউন (شَانِاٌ) বিদ্বেষ পোষণকারী
🔹কা (کَ) তোমার/তোমাকে, আপনার/আপনাকে
🔸শা-নিআকা (شَانِئَکَ) আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী, তোমার প্রতি শত্রুতা পোষণকারী৷
🔸হুয়া (هُوَ) তিনি, সে
🔹বাতারা (بَتَرَ) গোড়া থেকে কেটে ফেলা, বিচ্ছিন্ন করা
🔹আবতার/আবতারুন (أَبْتَرٌ) নির্বংশ, লেজকাটা, যার কোন পুত্র সন্তান নেই৷
💧হুওয়াল আবতার (هُوَ الۡاَبۡتَرُ) সেই নির্বংশ, সেই লেজকাটা৷
▪️ইন্না শা-নিআকা হুওয়াল আবতার (اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ) নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই নির্বংশ৷ / নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ৷
❞اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ❝
উচ্চারণঃ- ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
অনুবাদঃ- নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই নির্বংশ৷
❝সূরা কাউসার❞ [10-01-2024]
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)
🔹উচ্চারণঃ ইন্না- আ‘তইনা-কাল কাউসার। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
🔹অনুবাদঃ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি৷ অতএব আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানী করুন৷ নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই নির্বংশ৷
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আল্লাহ আমাদের সবাইকে সহিহ শুদ্ধভাবে "সূরা কাউসার" বাংলা অর্থ বুঝে শেখার তৌফিক দান করুক৷

No comments

Powered by Blogger.