Wednesday, June 26, 2024

মণ ভালো করার উপায়

 

মণ ভালো করার উপায়


মণ ভালো করার উপায়

নীরবে বসে আকাশের ডিকে তাকিয়ে একবার মণ প্রাণ খুলে আল্লাহকে দেখুন,,,

চোখের পানি ছেড়ে ক্ষমা চান দেখবে আল্লাহ ক্ষমা করে দিবে,,,,,,

আল্লাহর ভান্ডারে কোনো কিছুই কমতি নেই ,,,,, 

আপনি জেনা করেছেন ক্ষমা চান ক্ষমা পাবেন,,, 

আপনি যত বড় পাপ করেন না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন,,,🥰😊

তবে হ্যা আল্লাহর সাথে কাওকে শরিক করবেন না 🍁😊 

তিনি সমস্ত গুনাহ ক্ষমা করলে ও শিরেক কারীকে আল্লাহ ক্ষমা করেন না,,, 

নীরবে বসে নিজের প্যাপের কথা স্মরণ করে তার কাছে ক্ষমা চান,,,

আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,, 

খোলা আকাশের নীচে বসে, কিংবা নিঝুম রাতে ছাদে বসে,,, 

আল্লাহর সাথে কথা বলুন দেখবেন মনে হবে,,,

 আপনি আল্লাহর সামনে বসে আছেন,, 

প্রতিদিন একবার হলে ও একাকীত্ব সময় পার করুন,,, 

দেখবেন আপনি আল্লাহর একান্ত বন্ধু হয়ে যাবেন,,🥰😊


No comments:

Post a Comment