Header Ads

Header ADS

গুরুত্বপূর্ণ পাচঁটি হাদিস

 গুরুত্বপূর্ণ পাচঁটি হাদিস:-

১.প্রিয় রাসুল (স.) বলেছেন,
"তুমি জানো, তুমি সঠিক, তবুও তর্কে যেও না।"
[সহিহ বুখারীঃ ৪০৭৯]
২.প্রিয় রাসূল (স.) বলেছেন, “তোমরা আঙ্গুলে তাসবীহ গণনা কর কেননা কি'য়া'মতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে।”
(আবু দাউদ-১৫০১)
৩.দু'আ ইউনুস পাঠ করে দু'আ করলে দু'আ কবুল হয়! (তিরমীযি-৩৫০৫) দোয়া ইউনুস:____
لا -اله الا أنت سبحانك انى كنت من الظالمين....
"লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ য-লিমিন।
৪."তোমার দ্বারা যদি একটি মানুষও হিদায়াত লাভ করে, তা হবে তোমার জন্য লাল রং এর উট পাওয়ার চেয়েও উত্তম।"
[সহীহ বুখারী : ৩৭০১]
৫." মানুষকে হাসানোর জন্য যে ব্যক্তি মি'থ্যা বলে তার জন্য ধ্বংস।"
(আবু দাউদ,হাদিস নং ৪৯৯০)।
আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন ইয়া রব্বুল আলামীন।

No comments

Powered by Blogger.