Header Ads

Header ADS

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিছু প্রিয় কাজ

 রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিছু প্রিয় কাজ,,,,,

১। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। [মুসলিম- ২৫৩১]
২। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পরতেন।
[মুখতাসার যাদুল মা'আদ- ১/২৭]
৩। ধোঁয়া ওঠা গরম খাবার, ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না
[বায়হাকি-৪২৮]
৪। সুন্নাত ও নফল সলাতগুলো নিজের ঘরে আদায় করতেন।
[বুখারী- ৭৩১]
৫। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। [মুসনাদে বাযযার- ৮৫৬৭]
৬। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। [আবু দাউদ- ৪১৩৫]
৭। যতই ভালো খাবার হোক, কখনো ভরপেট খেতেন না। [তিরমিযী- ২৪৭৮]
৮। ফজরের সলাতের পর সলাতের স্থানে বসে তাসবীহ-তাহলীল করতেন এবং সূর্য উঠার পর দুই রাকাত সলাত আদায় করতেন।
[আরশিফু মুলতাকা- ৪৫৬৯]
৯। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। [তাবরানী- ৬১৩৯]
১০। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। [মুসনাদে আহমাদ- ২৭৫০৮]
১১। রাতে অজু অবস্থায় ঘুমাতেন। [ফাতহুল বারি- ১১/১১০]
১২। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। [আবু দাউদ- ৪১৬০]
১৩। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজতেন। [সহীহ মুসলিম- ৮৯৮]
১৪। বৃষ্টি শুরু হলে দু'আ করতেন। [সহীহ বুখারী- ১০৩২]
১৫। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। [বুখারী- ৫২১১]
১৬। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না; কোন কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। [মুসলিম- ২০৬৪]
১৭। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন- 'আমি জানি না'। [বায়হাকী- ১৭৫৯৫]
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। মা’ শা’ আল্লাহ
আলহামদুলিল্লাহ ...
ইয়া আল্লাহ,,,,,,,
আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তাওফিক দান করুন,
আমিন।

No comments

Powered by Blogger.