Header Ads

Header ADS

লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত

লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত
 

⭕ লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত🥀🥀



(অর্থ: আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই)
০১. প্রিয় রাসুল (স.) বলেছেন, কেয়ামতের দিন আমার শাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি, যে একনিষ্ঠচিত্তে لاَ إِلَهَ إِلاَّ الله বলে। [বুখারী, ইফা, হা/৯৯]
০২.প্রিয় রাসুল (স.) আরো বলেছেন, সর্বোত্তম জিকির
হচ্ছে لا إله إلا الله বলা। [তিরমিজি, হা/৩৩৮৩]
০৩.প্রিয় রাসুল (স.) বলেছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে তা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় "লা ইলাহা ইল্লাল্লাহ" রাখা হয়, তাহলে উক্ত কালিমার পাল্লা ভারি হবে ইনশাআল্লাহ।
[ মুসনাদে আহমাদ হাদিস ৬৫৮৩]
০৪.প্রিয় রাসুল (স.) বলেছেন, তোমাদের মৃত্যু পথযাত্রীকে "লা ইলাহা ইল্লাল্লাহ" এর তালক্বীন দাও। কেননা যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা "লা ইলাহা ইল্লাল্লাহ" হবে, সে জান্নাতে প্রবেশ করবে।
[তিরমিজি, হাদিস ৯৭৬]

No comments

Powered by Blogger.