সূরা ক্বাফ আয়াত -৩১-৪০

 


আসুন আমরা কুরআন বুঝে বুঝে পড়ি অন্তত একবার

সূরা ক্বাফ আয়াত -৩১

وَأُزلِفَتِ الجَنَّةُ لِلمُتَّقينَ غَيرَ بَعيدٍ
আর জান্নাতকে মুত্তাকীদের অদূরে, কাছেই আনা হবে।
সূরা ক্বাফ আয়াত -৩২
هذا ما توعَدونَ لِكُلِّ أَوّابٍ حَفيظٍ
এটাই, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। প্রত্যেক আল্লাহ অভিমুখী অধিক সংরক্ষণশীলদের জন্য।
সূরা ক্বাফ আয়াত -৩৩
مَن خَشِيَ الرَّحمنَ بِالغَيبِ وَجاءَ بِقَلبٍ مُنيبٍ
যে না দেখেই রহমানকে ভয় করত এবং বিনীত হৃদয়ে উপস্থিত হত।
সূরা ক্বাফ আয়াত -৩৪
ادخُلوها بِسَلامٍ ذلِكَ يَومُ الخُلودِ
তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ কর। এটাই স্থায়িত্বের দিন।
সূরা ক্বাফ আয়াত -৩৫
لَهُم ما يَشاءونَ فيها وَلَدَينا مَزيدٌ
তারা যা চাইবে, সেখানে তাদের জন্য তাই থাকবে এবং আমার কাছে রয়েছে আরও অধিক।


সূরা ক্বাফ আয়াত -৩৮
وَلَقَد خَلَقنَا السَّماواتِ وَالأَرضَ وَما بَينَهُما في سِتَّةِ أَيّامٍ وَما مَسَّنا مِن لُغوبٍ
আর অবশ্যই আমি আসমানসমূহ ও যমীন এবং এতদোভয়ের মধ্যস্থিত সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। আর আমাকে কোনরূপ ক্লান্তি স্পর্শ করেনি।
সূরা ক্বাফ আয়াত -৩৯
فَاصبِر عَلى ما يَقولونَ وَسَبِّح بِحَمدِ رَبِّكَ قَبلَ طُلوعِ الشَّمسِ وَقَبلَ الغُروبِ
অতএব এরা যা বলে, তাতে তুমি ধৈর্যধারণ কর এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর।
সূরা ক্বাফ আয়াত -৪০
وَمِنَ اللَّيلِ فَسَبِّحهُ وَأَدبارَ السُّجودِ
এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবীহ পাঠ কর এবং সালাতের পশ্চাতেও।

No comments

Powered by Blogger.