কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নিম্নের দোয়াটা পাঠ করবেন!
«السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر» . ((رواه الترمذي))
আসসালা-মু ‘আলাইকুম ইয়া-আহলাল কুবূর, ইয়াগ্ফিরুল্ল-হু লানা-ওয়ালাকুম, আংতুম ছালাফুনা- ওয়ানাহ্নু বিল আছার।
অর্থ: হে ক্ববরবাসী! তোমাদের ওপর সালাম পেশ করছি। আল্লাহ তা‘আলা আমাদের ও তোমাদেরকে মাফ করুন। তোমরা আমাদের পূর্ববর্তী আর আমরা তোমাদের পশ্চাৎগামী)।
দু'আ: দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া
رَبَّنَاۤ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۞
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।
No comments