কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নিম্নের দোয়াটা পাঠ করবেন!

 কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নিম্নের দোয়াটা পাঠ করবেন!

«السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالأثر» . ((رواه الترمذي))
আসসালা-মু ‘আলাইকুম ইয়া-আহলাল কুবূর, ইয়াগ্‌ফিরুল্ল-হু লানা-ওয়ালাকুম, আংতুম ছালাফুনা- ওয়ানাহ্‌নু বিল আছার।
অর্থ: হে ক্ববরবাসী! তোমাদের ওপর সালাম পেশ করছি। আল্লাহ তা‘আলা আমাদের ও তোমাদেরকে মাফ করুন। তোমরা আমাদের পূর্ববর্তী আর আমরা তোমাদের পশ্চাৎগামী)।


দু'আ: দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া
رَبَّنَاۤ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ ۞
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।
[ সূরা বাকারা, ২ : ২০১ ]

No comments

Powered by Blogger.