আয়েশা (রা) গ্লাসের যেদিক দিয়ে পানি খেতেন

 আয়েশা (রা) গ্লাসের যেদিক দিয়ে পানি খেতেন,

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেখানেই মুখ রেখে পানি খেতেন। তাঁকে ভালবেসে ডাকতেন "হুমাইরা" বলে।🥰
রাসুল বুঝতেন আয়েশা (রা) কখন রাগ হন। তিনি রাগ হলে আল্লাহর কাছে দুয়া করতেন, হে ইব্রাহিমের রব বলে। মন ভাল থাকলে বলতেন, হে মুহাম্মাদের রব। পুরো বিশ্ব জগতের জন্য যাকে রাসুল হিসেবে পাঠানো হয়েছে, তাঁর সাথে আয়েশা (রা) অভিমান করতেন, অথচ তিনি সেটাকে খুব সহজ ভাবেই নিতেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। যখন আয়েশা (রা) শুকনো ছিলেন, তিনি জিতে যেতেন। কিছুটা মোটা হয়ে যাওয়ার পর একবার যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন, হেসে বললেন, এটা ঐটার বিনিময়ে।
------------
ইসলামে নাকি ভালবাসা নেই। ভালবাসা ইসলামেই আছে, আর কোথাও নেই। আল্লাহ তা'আলা প্রতিটি স্বামী-স্ত্রীর মাঝে এমন নিবিড় ভালবাসার বন্ধন তৈরি করে দিন। তিনি যা পছন্দ করেন, তা আমাদের জন্যও পছন্দনীয় বানিয়ে দিন
আমিন।💝💝

No comments

Powered by Blogger.