জুমাআর দিনে সূরা কাহফ কি এক বৈঠকে পাঠ করতে হবে?

 জুমাআর দিনে সূরা কাহফ কি এক বৈঠকে পাঠ করতে হবে?

আগামীকাল শুক্রবার সবাই চেষ্টা করব সূরা কাহাফ পাঠ করার ইনশা আল্লাহ।
শুক্রবারের যে কোনো সময়ে সূরা কাহফ পাঠ করলে হাদিসে বর্ণিত ফজিলত লাভ হবে। বৃহস্পতিবার দিবাগত রাত হোক বা শুক্রবার দিন। এ ব্যাপারে উভয় ধরনের হাদিসই পাওয়া যায়। কোনো হাদিসেই এক বৈঠকে পাঠ করার কথা উল্লেখ করা হয়নি। কাজেই ভিন্ন ভিন্ন বৈঠকে একাধিকবার পাঠ করে শেষ করলেও উক্ত ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ।ফয়যুল কাদীর ৬/১৯৯
عن أبي سعيد الخدري قال : " من قرأ سورة الكهف ليلة الجمعة أضاء له من النور فيما بينه وبين البيت العتيق " . رواه الدارمي ( ٣٤٠٧ ) . والحديث : صححه الشيخ الألباني في " صحيح الجامع " ( ٦٤٧١ ) .
من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له من النور ما بين الجمعتين " رواه الحاكم ( ٣٩٩/٢ ) والبيهقي ( ٢٤٩/٣ ) . والحديث : قال ابن حجر في " تخريج الأذكار " : حديث حسن ، وقال : وهو أقوى ما ورد في قراءة سورة الكهف . انظر : " فيض القدير " ( ١٩٨/٦ ) . وصححه الشيخ الألباني في " صحيح الجامع " ( ٦٤٧٠ ) .
و الله تعالى أعلم بالصواب

No comments

Powered by Blogger.