নামাজ ত্যাগকারী বা বেনামাজীর ১৫ টি শাস্তি
নামাজ ত্যাগকারী বা বেনামাজীর ১৫ টি শাস্তি
দৈনিক ৫(পাঁচ) ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করা ফরয। নামাজ ত্যাগকারী বা বেনামাজীর ১৫ টি শাস্তি।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
দৈনিক ৫ (পাঁচ) ওয়াক্ত সালাত বা নামাজ আদায় করা প্রত্যেক মু'মিন-মু'মিনাতের উপর ফরয। কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করলে তথা নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাযিল হবে...
★ দুনিয়াতে ৬টি,
★ মৃত্যুর সময় ৩টি,
★ হাশরের মাঠে ৩টি।
দুনিয়াতে ৬টি আজাব হলো...
----------------------------------------------
১. বেনামাজীর হায়াত কমে যাবে।
২. বেনামাজীর জীবনে বারাকাত হবে না।
৩. বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না।
৪. বেনামাজীর কোনো দু'আ কবুল হবে না।
৫. বেনামাজীর সব নেকী বরবাদ হবে।
৬. বেনামাজীর নিকট হতে সব রহমাতের ফিরিশতা চলে
যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে।
মৃত্যুর সময় ৩টি আজাব হলো...
-------------------------------------------------
১. বেনামাজীকে মৃত্যুর সময় অপমানিত, লাঞ্ছিত ও শিদ্দাত
(অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে।
২. বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।
৩. বেনামাজী পিপাসার্ত অবস্থায় মৃত্যু বরণ করবে।
কবরের মধ্যে ৩টি আজাব হলো...
---------------------------------------------------
১. বেনামাজীর কবর চেপে আসতে থাকবে এবং তাকে
পিষতে থাকবে। এতে তার এক পাজরের হাঁড় আরেক
পাজরের হাড়েঁর সাথে মিশে যাবে।
২. বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
৩. বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে
এবং এক ফিরিশতা এসে জোরে জোরে গুর্জ মারতে
থাকবে।
হাশরের মাঠে ৩টি আজাব হলো...
----------------------------------------------------
১. বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং
বিরাট এক সাপ এসে তার খোঁজ করতে থাকবে।
২. বেনামাজীর ত্রিশ হাজার বছরের পুলসিরাতের রাস্তা
হিরার চেয়ে ধারালো, চুলের চেয়ে চিকন, অমাবস্যার
রাত্রের চেয়ে অন্ধকার হবে। বেনামাজী যখন সেই পুলের
উপরে পা রাখবে সংগে সংগে পা কেটে টুকরো টুকরো
হয়ে জাহান্নামে পড়ে যাবে।
৩. আল্লাহ্ তা'য়ালা বেনামাজীর জন্য “ওয়াইল” নামক
দোযখ ঠিক করে রেখেছেন।
হে আল্লাহ্ তায়া'লা! আপনি আমাদের ক্ষমা করুন, সঠিক পথ প্রদর্শন করুন এবং পাঁচ ওয়াক্ত সালাত যথা সময়ে আদায় করার তাওফিক দান করুন।
★ আ-মিন, ইয়া-রব্বাল আ-লামিন।
No comments