জান্নাতে নিজের জন্য একটা মহল নির্মান করে ফেলুন
জান্নাতে নিজের জন্য একটা মহল নির্মান করে ফেলুন।
রাসূলুল্লাহ(ﷺ) বলেছেন—
❛❛যে ব্যক্তি সূরা ইখলাস শেষ পর্যন্ত ১০ বার পাঠ করবে, আল্লাহ(ﷻ) সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন। এ কথা শুনে ওমর বিন খাত্তাব (রা.) বললেন, তাহলে আমরা বেশি বেশি করে পড়বো হে আল্লাহর রাসূল। রাসুল(ﷺ) বললেন, আল্লাহও বেশি দানশীল ও বেশি পবিত্র।❜❜
[মুসনাদে আহমদ: ১৫৬১০]
রাসূল(ﷺ)বলেন—
❝নিঃসন্দেহে সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।❞ [বুখারী: হা/৫০১৩]
রাসূল (ﷺ) বলেন—
❝সূরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন পাঠের সমান নেকী লাভ হয়।❞ [বুখারী / মুসলিম ৮১১]
রাসূলুল্লাহ (ﷺ) বলেন—
❝যে সূরা ইখলাস ভালোবাসে, সে আল্লাহর ভালোবাসা ও জান্নাত লাভ করবে।❞
[বুখারী ৭৩৭৫]
এমন অনেক মানুষ কবরে শুয়ে আছেন, যারা একটি বাড়ি বানাতে গোটা জীবন শেষ করে ফেলেছেন, অথচ ১০ বার সূরা ইখলাস পড়ার সৌভাগ্য হয়নি।
আমাদের নসীব যেন এমন না হয়। আমরা যারা এখনো জীবিত আছি, সুযোগ থাকতেই মহান আল্লাহ যেন বেশি বেশি এই আমল করার তাওফিক দান করেন, আমীন।
জাজাকুমুল্লাহ্ খাইরান ।
No comments