মুসীবত থেকে হেফাজতের দোয়া
মুসীবত থেকে হেফাজতের দোয়া,
এই কালেমাগুলি সকালে ও সন্ধ্যায় ৩ বার পাঠ করবে
باسْمِ اللَّهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِيْ الأرْضِ وَلا فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ
সেই আল্লাহর নামে ( আমি সকাল অথবা সন্ধ্যা করিলাম) যাহার নামের নামের সহিত জমিন আসমানের জিনিস ক্ষতি করেনা এবং তিনি (সব কিছু) শুনেন ও জানেন। (আবু দাউদ)
(আবু দাউদ হাদীস নং-৫০৪৭/ তিরমিযী হাদীস নং-৩৩৮৮)
হযরত ওসমান ইবনে আফফান (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে, কেহ এই কালেমাগুলিঃ
باسْمِ اللَّهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِيْ الأرْضِ وَلا فِيْ السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ العَلِيْمُ
সন্ধ্যায় তিনবার পাঠ করিলে সকাল পর্যন্ত এবং সকালে তিনবার পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোন মুসীবত তাহার উপর আসিব না।
No comments