Saturday, December 28, 2024

দানের ফল ২য় পর্ব:


দানের ফল
                          ∞-----------------∞


২য় পর্ব: আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীস শরীফে ইরশাদ করেছেন ভিক্ষুকের বাসনে যখন আপনি ভিক্ষা দেন, এই ভিক্ষা প্রথম আমার আল্লাহর হাতে যায়। আল্লাহর হাত হইয়া অতঃপর ভিক্ষুকের ভাঙ্গা বাসনে যায়, (ছোবহানাল্লাহ) আল্লাহ পাক বলেন-

وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ .

(ওয়া আনফিক্ মিম্মা রাযাকনাকুম মিনক্বাবলি আঁইয়াতিয়া আহাদাকুমুল মাওতু ফাইয়াকূলা রাব্বি লাওলা আক্ষারতানি ইলা আজালিং ক্বারিব, ফাআচ্ছাদ্দাক্বা ওয়াআকুম মিনাচ্ছাল্লিহীন)।

• "হে বান্দাগণ! আমি তোমাদের যে রিযিক দান করেছি। উহা হইতে কিছু অংশ তোমাদের মৃত্যু এসে হাজির হওয়ার পূর্বেই আমার নামে খরচ করে লও। নচেৎ মৃত্যু এসে পড়লে উহার ভয়াবহতা দেখে তোমরা কিছু দান খয়রাত এবং সৎকাজ করার সামান্য অবকাশ চাহিবে, আর বলবে, হে আল্লাহ এত দিন বুঝি নাই, এখন সবই বুঝিতে পারিতেছি সুতরাং দয়া করে আর একটু সময় দাও, যেন কিছু দান খয়রাত আর কিছু নেকী সঞ্চয় করতে পারি।"

(সূরা মুনাফিকুন, আয়াত: ১০)

তোমাদের সেই আবেদন গ্রাহ্য করা হইবে না। যার যখন মৃত্যুর সময় নির্ধারিত উহার অতিরিক্ত মুহূর্ত ও সময় অবকাশ দেওয়া হইবে না।

• মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করা জিনিস প্রথমে আল্লাহর হাতে যায়। আল্লাহর হাত হইয়া অতঃপর ভিক্ষুকের হাতে যায়।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, الصَّدَقَاتُ تَرُدُّ الْبَلَاء وَيَزِيدُ فِي الْعُمُرِ (আচ্ছাদাক্বাতু তারুদ্দুল বালাআ ওয়া তাযিদু ফিলউমরি)

• ছদকা খয়রাতের বরকতে বালা মুছিবত চলিয়া যায় এবং আয়ু বৃদ্ধি পায়।

• নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, দানশীলতা বেহেশতের বৃক্ষ সমূহের অন্যতম। উহার অসংখ্য শাখা-প্রশাখা দুনিয়াতে ছড়াইয়া রহিয়াছে। যে উহার কোন একটি শাখা ধরিবে ঐ শাখাটি তাকে টানিয়া বেহেশতে তুলিয়া নিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, প্রতিদিন আসমান হইতে দুইজন ফেরেশতা অবতরণ করে। একজন বলেন, হে আল্লাহ যাহারা মাল সৎকাজে খরচ করে তাহাদিগকে প্রতিদান দাও। অপরজন বলে, যাহারা মালকে জমাইয়া রাখে তাহাদের মাল বরবাদ কর। কৃপণকে ক্ষতিগ্রস্ত কর।/

• নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন-

حَصَلَتَانِ أَحَبُّ إِلَى اللَّهِ السَّحَاءُ وَحُسْنُ الْخُلُقِ

(খাছলাতানি আহাব্বু ইলাল্লাহি আচ্ছাখাউ ওয়া হুছনুল খুলুকি)

দুইটি কাজ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, একটি হইল দানশীলতা, অপরটি হইল মানুষের সাথে সুন্দর ব্যবহার করা।

আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন- 

السَّحِيُّ حَبِيْبُ اللَّهِ )
আচ্ছাখিউ হাবিবুল্লাহি( দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু।

◇ আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন, কোন ব্যক্তির নিকট যদি একদিনের খাবার থাকে, আর সে এই অবস্থায় নিজে কষ্ট করিয়া যদি ঐ খাবার আল্লাহর নামে কাহাকেও দান করে দেয়, তখন একজন ফেরেশতা আসমান হইতে তাহাকে লক্ষ্য করে ঘোষণা করে, ওহে আল্লাহ্ ওলী তুমি এখন হইতে নতুন করে আমল আরম্ভ কর। তোমার অতীতের সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হয়েছে।

অনেকে মনে করে আল্লাহর রাস্তায় শুধু টাকা-পয়সা খরচ করাকেই বা কোন জিনিস ছদকা দেওয়াকেই দান-খয়রাত বলা হয়। শুধু তাহাই নয়, কাহাকেও সৎপথ বাতাইয়া দেওয়া, অন্যায় কাজ থেকে ফিরাইয়া হেদায়াতের রাস্তা জানাইয়া দেওয়াও ছদকা দানের সামিল।

No comments:

Post a Comment