আল্লহ পাক জান্নাতে মু'মিন বান্দাদের জন্য কি পুরষ্কার রেখেছেন
আল্লহ পাক জান্নাতে মু'মিন বান্দাদের জন্য কি পুরষ্কার রেখেছেন তা সূরা আর রাহমানের ৩৫ নং আয়াত থেকে শেষ পর্যন্ত পড়ে দেখুন....
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
উচ্চারণ : ওয়া লিমান খা-ফা মাকা-মা রাব্বিহি জান্নাতা-ন।
বাংলা অর্থ : যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দু’টি উদ্যান।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : ذَوَاتَآ أَفْنَانٍ
উচ্চারণ : যাওয়া-তা আফনা-ন।
বাংলা অর্থ : উভয় উদ্যানই ঘন শাখা-পল্লববিশিষ্ট।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
উচ্চারণ : ফিহিমা-‘আইনা-নি তাজরিয়া-ন।
বাংলা অর্থ : উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবন।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٍ زَوْجَانِ
উচ্চারণ : ফিহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন জাওযা-ন।
বাংলা অর্থ : উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ
উচ্চারণ : মুত্তাকিঈনা ‘আলা-ফুরুশিম বাতাইনুহা-মিন ইছতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দা-
বাংলা অর্থ : তারা তথায় রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে। উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
উচ্চারণ : ফিহিন্না কা-সিরা-তুত্তারফি লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-যান।
বাংলা অর্থ : তথায় থাকবে আনতনয়ন রমনীগন, কোন জিন ও মানব পূর্বে যাদের ব্যবহার করেনি।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ
উচ্চারণ : কাআন্নাহুন্নাল ইয়া‘কুতুওয়াল মারজান-ন।
বাংলা অর্থ : প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : هَلْ جَزَآءُ ٱلْإِحْسَٰنِ إِلَّا ٱلْإِحْسَٰنُ
উচ্চারণ : হাল জাঝাউল ইহছা-নি ইল্লাল ইহছা-ন।
বাংলা অর্থ : সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতিত কী হতে পারে?
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
উচ্চারণ : ওয়া মিন দুনিহিমা-জান্নাতা-ন।
অর্থ : এই দু’টি ছাড়া আরও দু’টি উদ্যান রয়েছে।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : مُدْهَآمَّتَانِ
উচ্চারণ : মুদ হামমাতা-ন।
বাংলা অর্থ : কালোমত ঘন সবুজ।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
উচ্চারণ : ফিহিমা-‘আইনা-নি নাদ্দাখাতা-ন।
বাংলা অর্থ : তথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবণ।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : فِيهِمَا فَٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
উচ্চারণ : ফিহিমা-ফা-কিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়ারুম্মা-ন।
বাংলা অর্থ : তথায় আছে ফল-মুল, খেজুর ও আনার।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ
উচ্চারণ : ফিহিন্না খাইরা-তুন হিছা-ন।
বাংলা অর্থ : সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরি রমণীগণ।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ
উচ্চারণ : হুরুমমাকসুরা-তুন ফিল খিয়া-ম।
বাংলা অর্থ : তাঁবুতে অবস্থানকারিণী হুরগণ।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
উচ্চারণ : লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-যান।
বাংলা অর্থ : কোন জিন ও মানব পূর্বে তাদের স্পর্শ করেনি।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ
উচ্চারণ : মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন।
বাংলা অর্থ : তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মুল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে।
আরবি : فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
উচ্চারণ : ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাজজিবা-ন ।
বাংলা অর্থ : অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?
আরবি : تَبَٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ
উচ্চারণ : তাবা-রাকাছমুরাব্বিকা যিল যালা-লি ওয়াল ইকরা-ম।
বাংলা অর্থ : কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব।
No comments