মৃত্যুকালীন মানুষের কষ্ট কেমন হয়?
মৃত্যুকালীন মানুষের কষ্ট কেমন হয়?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত নবী করিম (সা:) বলেছেন তোমরা বনি ইসরাইল থেকে ঘটনা বর্ণনা কর এতে কোন সমস্যা নেই। কেননা বহু অদ্ভুত ঘটনা তাদের মাঝে ঘটেছে। ( বুখারী, তিরমিজি, আবু দাউদ,)
এরপর নবী করিম সাঃ একটি ঘটনা বললেন,
বনি ইসরাইলের কিছু লোক একবার এক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক কবরস্থানের কাছে এসে বলল, এখন আমরা সবাই নামাজ পড়বো এবং আমাদের রবের কাছে দোয়া করব, যেন তিনি আমাদের সামনে এখন কোন মৃত ব্যক্তিকে জীবিত করে দেন।
আর সে যেন আমাদের কাছে মৃত্যু সম্পর্কে কিছু খবর জানায় তারপর তারা নামাজ পড়লো এবং দোয়া করলো। মহান আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করলেন। আল্লাহু আকবার
তখন একটি কবর থেকে এক ব্যক্তি মাথা তুলে বলল, হে লোকেরা! তোমরা কি চাও? ৯০ বছর আগে আমি মৃত্যুবরণ করেছি । এখনো মৃত্যু যন্ত্রণা আমার থেকে দূর হয়ে যায়নি এখনো আমি তার কষ্ট অনুভব করি।
তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া কর, আমি দুনিয়াতে যে অবস্থায় ছিলাম মহান আল্লাহতালা সে অবস্থায় তিনি আমাকে ফিরিয়ে নেন।
এবং সেই লোকটির কপালে ছিল নামাজের সিজদার দাগ।
(ইমাম আহমদ রচিত "কিতাবুয যুহদ" পৃষ্ঠা নাম্বার - ২৩)
No comments