রমজানে চারটি কাজ বেশি বেশি করতে বলেছেন নবীজী সা:
🔰 রমজানে চারটি কাজ বেশি বেশি করতে বলেছেন নবীজী সা:
সালমান (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চারটি কাজ বেশি বেশি করো। দুটি কাজ এমন—যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। আর দুটি কাজ এমন—যা করা ছাড়া তোমাদের উপায় নেই; তোমাদের অবশ্যই করতে হবে। ’ (সহিহ ইবনে খোজায়মা, হাদিস : ১৭৮০)
✅ যে দুটি আমল বেশি বেশি করলে আল্লাহ খুশি হন
১. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ : এটি বেশি বেশি পাঠ করা। এটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল।
২. ইস্তেগফার : গুনাহ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম হলো ইস্তেগফার।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। ’ (সুরা : নুহ, আয়াত : ১০)
✅ দুটি কাজ এমন—যা করা ছাড়া উপায় নেই; অবশ্যই করতে হবে।
৩. জান্নাত চাওয়া : মাহে রমজানের পবিত্র সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করা।
৪. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া।
No comments