একটি শিক্ষামূলক গল্প: "ভরসা যাকে বলে"
একটি শিক্ষামূলক গল্প: "ভরসা যাকে বলে"
রিয়াদ ছিল এক সাধারণ যুবক, জীবনের বোঝা তার কাঁধে যেন দিন দিন ভারী হয়ে উঠছিল। সংসারের দায়িত্ব, চাকরির চাপ, মানুষের প্রত্যাশা — সব মিলিয়ে সে ভীষণ ক্লান্ত। একদিন বন্ধু নাফিসকে সে বলল, "আমি আর পারছি না ভাই, জীবনটা বড় কঠিন!"
নাফিস মুচকি হেসে বলল, "তোর সমস্যার সমাধান আছে। চল, আজ তোরে এক জায়গায় নিয়ে যাই।"
ওরা দু'জনে মসজিদে গেল। নাফিস বলল, "আজ আল্লাহর কাছে মন খুলে দোয়া কর। তাঁর কাছে সব কিছু বল।"
রিয়াদ নামাজ পড়ে, সিজদায় গিয়ে কাঁদতে লাগল। আল্লাহর কাছে নিজের কষ্ট, দুঃখ, দায়িত্ব সব কিছু উজাড় করে দিল। সে যেন হালকা হয়ে গেল।
মসজিদ থেকে বেরিয়ে নাফিস বলল, "ভাই, আল্লাহ কখনো কারও সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। যে ভার তুই বহন করছিস, সেটা বহনের শক্তি তোকে তিনিই দিয়েছেন। এখন থেকে তুই শুধু চেষ্টা করবি, বাকিটা আল্লাহর উপর ভরসা রাখবি।"
📖 "আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না।" — (আল-বাকারাহ ২:২৮৬)
🌱 শিক্ষণীয়:
আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা, কষ্ট আর দায়িত্ব — সবকিছুই আমাদের সামর্থ্যের মধ্যে। আল্লাহ জানেন আমরা কতটা নিতে পারি। তাই কখনো হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন।
.
No comments