Header Ads

Header ADS

আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমালতআপনার সাথে কি ঘটে

আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমালতআপনার সাথে কি ঘটে


 রাতে ঘুমানোর সময় আয়াতাল কুরসি পাঠ করলে আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটে,

যা আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন,

আয়াতুল কুরসীর সাথে ঘুমের একটা গভীর সম্পর্ক আছে আমরা এই গল্পের মাধ্যমে জানতে চলেছি,

তাই গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।


প্রিয় বন্ধুরা,

মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর হাদীস থেকে জানতে পারি তিনি পরামর্শ দিয়েছেন, রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসী পড়ার জন্য।

হাদীসে আছে, যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসী পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন নিযুক্ত থাকবে, এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধরে কাছে ও আস্তে পারবে না। সুবহানাল্লাহ


আমি একন আপনাদের ঘুম এবং আয়াতুল কুরসীর মধ্যে, একটা সম্পর্ক দেখাবো।

আয়াতের একদম শুরুতে পড়েন, আল্লা _হু লা ইলাহা হুওয়াল হাইউল কাইয়ুম।

অল্প সংখ্যক আয়াতে রয়েছে যা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে।

আর এই আয়াত গুলোই বেশ শক্তিশালী, গুরুপ্ত পূর্ণ আয়াত।

আয়াতুল কুরসিকে কুরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়।

এই আয়াতে আল্লাহ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে।

আপনি ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমানোর আগেই তাওহীদ এর ঘোষণা দিয়েছেন কারণ কে জানে আপনি ঘুম থেকে আর উঠতে পারবেন কিনা! 

আপনি যকন পড়েন - আল্লা - হু লা ইলাহা ইল্লা হূ আল্লাহ, ব্যতিত আর কোনো উপাস্য নেই।

 এরপর বলা হয়,

আল হাইউল কাইয়ুম যিনি   চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক।

সুবহানা্লাহ!

আল্লাহ তায়ালা চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করে না, ঘুম যেনো মৃত্যুর মত, আত্তা বেরিয়ে আসছে দেহ থেকে। আল কাইয়ুম 

সমস্ত কিছু ধারক ও সংরক্ষন কারী ।

যিনি সব কিছুর খেয়াল রাখছেন, যিনি এই মুহূর্তে আপনাকে দেখে রাখছেন। 

তিনি আল কাইয়ুম,

যিনি আপনার জন্য ফেরেশতা পাঠাবেন যে আপনার শিয়রে দাড়িয়ে থাকবে, যাতে সে আপনাকে পুরো রাত ধরে রক্ষা করতে পারে শয়তান থেকে।

এরপর আপনি পড়েন,

লা তা' খুজুহু সিনাতূ ওয়ালা নাউম আল্লাহু আকবার।

এইখানে আয়াতুল কুরসীর সাথে আমাদের ঘুমের সম্পর্ক বোঝা যাবে।

আপনি ঘুমাবেন সেই সময় আপনি বলেছেন লা তা ' খুযুহু আস সিনাহ হলো ঘুমের সংকেত, যেমন ধরুন হাই তোলা, চোখ ঘষতে থাকা, ক্লান্ত অনুভব করা, এটাই হলো আস সীনাহ।

আল্লাহ তায়ালা বলেছেন, লা টা'খুজুহু শিনাহ মানে ঘুম বা তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না তার কোনো ক্লান্তি নেই।

ওয়ালা নাউম , তিনি কখনোই ঘুমিয়ে যান না।

আপনি সবসময় জেগে থাকতে চাইলেও পারবেন না, নিদ্রা আপনাকে গ্রাস করবে, আপনার চোখ বন্ধ হয়ে আসবে, এই সময়ে স্মরণ করুন।

"কোনো তন্দ্রা বা নিদ্রা তাঁকে পাকড়াও করতে পারে না। তিনি সবসময় জাগ্রত, সব কিছু রক্ষা করছেন, তিনি আমাদের দেখাশুনা করে চলেছেন প্রত্যেক সময়ে।

আল্লাহুআকবার।

বন্ধুরা গল্পটি কেমন লাগলো টা আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন গল্পঃ পেতে আমাদের সাথে থাকুন।

No comments

Powered by Blogger.