Tuesday, July 2, 2024

একটা মেয়ে প্রতিদিন কুরআন পড়তে ভালোবাসতো

 

একটা মেয়ে প্রতিদিন কুরআন পড়তে ভালোবাসতো

একটা মেয়ে প্রতিদিন কুরআন পড়তে ভালোবাসতো যে যখন সময় পেতো তখনই কুরআন পড়তো তাঁর তেলাওয়াত এতো মুগ্ধ ছিল যে

🥀যে কোন পাষান ব্যক্তির মন গলে যেতো,,, একদিন মেয়েটা মারা যায়😭 মা তার আদরের মেয়ে হারিয়ে, 😢 পাগলের মত হয়ে যায়!🥲 একদিন রাতে মা তার আদরের মেয়েকে,, স্বপ্নে দেখে ঘুম ভেঙ্গে যায়,,!🥀 হঠাৎ মা তার মেয়ের রুম থেকে,,, কান্নার আওয়াজ শুনতে পায়,,,,😭 তিনি ভয়ে রাতে তার রুমে যায় না,,,! পরের দিন সাকালে তার বাবাকে জানান, কিন্তু সে বিশ্বাস করে না। পরের দিন সকালে তার মা আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পায়, 😭 তাঁরপর মেয়েটির বাবাকে বলে,,,,বাবাও ভয় পেয়ে যায়,,,। পরের দিন মসজিদের ইমাম সাহেবকে বলেলন,,,,। ইমাম সাহেব ঘটনাটি যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকেন,,,।রাত একটা বাঁজতে না বাঁচতেই সবাই, সেই কান্নার আওয়াজ শুনতে পায়,,,।
😭 তখন ইমাম সাহেবেও কেঁদে ফেললেন😭আর,,,। বললেন, এটা ফেরেস্তাদের কান্নার আওয়াজ😭,,,, মেয়েটি প্রতিরাতে এই সময় কুরআন পড়তো,,আর ফেরেস্তারা তাঁর তেলাওয়াত শুনতে আসতো,,,, এখন ফেরেস্তারা মেয়েটিকে না দেখতে পেয়ে,,,, প্রতি রাতে এ সময় কান্না করে,,,,😭 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পাঠ দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্মান। এবং ফেরেস্তাদের সঈী হবেন,,,,। আল্লাহ আমাদের সবাইকে এভাবে কুরআন তেলাওয়াত করার তাওফীক দান করুক আমীন



No comments:

Post a Comment