ইস্তেগফারের পাওয়ার

 ইস্তেগফারের পাওয়ার

ইস্তেগফারের পাওয়ার আপনার জীবনকে, পরিবর্তন করে দিতে পারে। এই ঘটনাটি শুনুন,,,,
ঘটনাটি মক্কার এক শায়েখের। একবার তিনি একটা বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি ইস্তেগফারের উপরে একটা লেকচার দেন। লেকচার শেষ হবার পর,সেখানে একজন লোক ভিড় ঠেলে তার কাছে আসে এবং তিনি শায়েখকে ডেকে বলেন আমি আপনাকে কিছু বলতে চাই। শায়েখ যখন তাকে দেখলেন, তাকে দেখেই তার অন্তর প্রশান্ত হয়ে গেল। যদিও তিনি তাকে আগে কখনো দেখেননি বা চিনতেন না। তারপর সেই লোকটি বলল, আমি যা বলব তা আপনি সবার মাঝে ছড়িয়ে দেবেন। যদিও আমি আমার নাম বা ক্ষেতির জন্য করছিনা।লোকটি বললেন আমি প্রতিদিন, অসংখ্যবার ইস্তেগফার পরী।
আলহামদুলিল্লাহ!
এবং এর আশ্চর্য ফলাফলও পেয়েছি। তখন শায়খ অবাক হয়ে গেলেন, এবং অশ্রুসিক্ত চোখে বললেন, হে আমার ভাই,,, তুমিতো জিকির দিয়ে তোমার অন্তরকে সিক্ত করে রেখেছো। তুমি কি আর কোন বিনিময় পেয়েছো? সেই লোক তখন বললেন, আমাকে কখনো দোয়া কবুলের জন্য হাত উঠাতে হয় না। তার আগেই আমার চাওয়া পূরণ করে দেয় আল্লাহ।
সুবহানাল্লাহ!
এটাই হচ্ছে ইস্তেগফারের পাওয়ার।।।
ইস্তেগফার এমন একটি পাওয়ারফুল আমল...
ইস্তেগফার আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে।
এই ঘটনাটি তার বাস্তব প্রমাণ!
আপনি যদি ইস্তেগফারকে নিজের জীবনে আবসতো বানিয়ে ফেলেন,তাহলে প্রত্যেকটা সমস্যা আপনি ইস্তেগফার দ্বারা সমাধান করতে পারবেন। আপনি হাত উঠানোর আগেই, আপনার চাওয়া গুলো আল্লাহ তায়ালা পূরণ করে দেবেন আপনি দোয়া করার আগে আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে। যদি আপনি ইস্তেগফারের সঙ্গে আঠার মত থাকতে পারেন!! সব সময় ইস্তেগফার পড়তে হবে। অনেকেই বলেন, যে আমি একটা কথা বলেছিলাম চলতে ফিরতে, পড়তে বসতে ইস্তেগফার করবেন। তো অনেকেই বলেন,এভাবে ইস্তেগফার করলে থাকবে না। আসলে বাংলায় কিছু প্রবাদ এমন আছে, যেটা অধিক কথার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আসলে প্রকৃত অর্থ হচ্ছে আপনি সবসময় ইস্তেগফার। যখনই ফ্রী সময় পাবেন। একটা কাজ করছেন কাজ করতে গিয়ে যখন পেয়ে গেছেন, একটু রেস্ট নেবেন তার মাঝে যখন বসবেন তখনই আপনি একটু ইস্তেকফার করে নেবেন। যদি আপনি এধরনের সময় না পান, সারাদিনে শুধু যদি ব্যস্তই থাকেন, তাহলে যখনই আপনি ফ্রি হবেন তখনই আধা ঘন্টা এক ঘন্টা একটু ফ্রী সময়ের একটু ইস্তেগফার করে নিন।। এটা অনেক কাজের হবে।ইস্তেগফার অনেক পাওয়ারফুল আমল। সব আমলের নির্ব

No comments

Powered by Blogger.