Header Ads

Header ADS

কুকুর পোষা যাবে না কেন এ বিষয়ই ইসলাম কি বলেছে

কুকুর পোষা যাবে না কেন এ বিষয়ই ইসলাম কি বলেছে 

 



কুকুর পোষা যাবে না কেন এ বিষয়ই ইসলাম কি বলেছে


কু*কুর না*পাক প্রানী। কু*কুরের লা*লা পোষাকে লাগলে পোশাক অ*পবিত্র হয়ে যায়। আপনি তখন নামাজের অ*নুপোযোগী থাকবেন।
যেই ঘরে কু*কুর পালা হয় সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কারন এইটা না*পাক প্রানী।
শি*কারী কু*কুর ঘরের বাহিরে নিরাপত্তার জন্য পালা যায়।
বিল্ডিং এর ভিতর কু*কুর থাকা আর ফ্লাটের ভিতর কু*কুর থাকা এক না। ফ্লাটের ভিতর শি*কারী কু*কুর থাকে না।
ফ্লাটের ভিতর থাকে পালা কু*কুর। পুরোপুরি শয়*তানের নিয়ন্ত্রনে থেকে কু*কুর নিয়ে ঘুমিয়ে থাকে।
এমনিতে কু*কুর সহ যেকোনো প্রানীকে খাবার পানীয় খাওয়ালে তাতে নেকি আছে।
তবে সকল নেক আমল হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর আদর্শ হতে হবে শুধুমাত্র হযরত মুহাম্মদ সাঃ।
তবে ঘরের ভিতর কু*কুর পালা হারাম। এই অ*পবিত্র হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এমনটা করলে আপনার ঘরে রহমতের ফেরেশতা থাকবে না। শয়*তান জীনদের আস্তানা হবে আপনার ঘর।
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক।

No comments

Powered by Blogger.