নারী হলো ঘরের শোভা গাছের শোভা ফুল পর্দা ছাড়া বাহিরে যাওয়ানারী তোমার ভুলতোমার জন্য পর্দা ফরজ ইসলাম বলে ভাইপর্দা ছাড়া নারী তোমার কোনো মূল্য নাই ফল ছাড়া বৃক্ষ যেমনপর্দা ছাড়া নারী তেমন চলছে নারী হেলে দুলে পর্দা বিহীন কেশদেখছে কত যুবক ছেলে তারা হচ্ছে শেষবলছি নারী তোমার কথা শুনো দিয়ে মন ৷ পর্দা করলে হবে তুমি অমূল্য রতননারী হয়ে বুঝতে যদি পর্দার মর্যাদা গভীর গরমেও পাই শীতের শীতলতাপর্দা তোমায় দুনিয়াতে ৷ দেবে হাজারো সম্মানআখেরাতে পাবে তুমি জান্নাতের উচ্চ মাকামসবাই বলে হিরা নাকি সব চেয়ে দামিতার চেয়ে দামী হবে পর্দা করলে তুমিআল্লাহ তাআলা সকল বোনদের সঠিক পর্দা করার তৌফিক দান করূন আমিন
No comments