Thursday, July 25, 2024
নারী হলো ঘরের শোভা
নারী হলো ঘরের শোভা
গাছের শোভা ফুল
পর্দা ছাড়া বাহিরে যাওয়া
নারী তোমার ভুল
তোমার জন্য পর্দা ফরজ
ইসলাম বলে ভাই
পর্দা ছাড়া নারী তোমার
কোনো মূল্য নাই
ফল ছাড়া বৃক্ষ যেমন
পর্দা ছাড়া নারী তেমন
চলছে নারী হেলে দুলে
পর্দা বিহীন কেশ
দেখছে কত যুবক ছেলে
তারা হচ্ছে শেষ
বলছি নারী তোমার কথা
শুনো দিয়ে মন
৷
পর্দা করলে হবে তুমি
অমূল্য রতন
নারী হয়ে বুঝতে যদি
পর্দার মর্যাদা
গভীর গরমেও পাই
শীতের শীতলতা
পর্দা তোমায় দুনিয়াতে
৷
দেবে হাজারো সম্মান
আখেরাতে পাবে তুমি
জান্নাতের উচ্চ মাকাম
সবাই বলে হিরা নাকি সব চেয়ে দামি
তার চেয়ে দামী হবে পর্দা করলে তুমি
আল্লাহ তাআলা সকল বোনদের সঠিক পর্দা করার তৌফিক দান করূন
আমিন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment