যে আত্মা সামান্য ব্যাথা সহ্য করতে পারে না, সে আত্মা জাহান্নামের আজাব সহ্য করতে পারবে-তো!?
⎯͢ যে আত্মা সামান্য ব্যাথা সহ্য করতে পারে না, সে আত্মা জাহান্নামের আজাব সহ্য করতে পারবে-তো!?
আল্লাহুম্মাগফিরুলী-
তুমি কি জানো, জাহান্নামের আগুন কি? তা কাউকে জীবিতও রাখবে না, আবার মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। চামড়া কে পুড়িয়ে কালো করে দিবে। উনিশজন ফেরেশতা তার প্রহরী হবে
کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ
কুল্লু নাফছিন যা-ইকাতুল মাউত
[প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে]
─༊(সুরা আল ইমরান,১৮৫)
"জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুলতে যতটা না কষ্ট হবে।
তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা"
─༊[সূরা-বাকারা]!
"মৃত্যু যন্ত্রণা সত্যিই আসবে, হে মানুষ! এটাই সে জিনিস, যা থেকে তুমি পালাতে চাইতে!"
─༊ [সূরা, ক্বাফ- ১৯]
"প্রতিটা মানুষ হাসি আনন্দে দিন কাটাচ্ছে পরিজনের সঙ্গে, অথচ মৃত্যু তো তার জুতার ফিতার চেয়েও নিকটে"
─༊ [বুখারী -১৮৮৯]
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
─༊[সূরা আল-ক্বিয়ামাহ, ৩৬]
কবরের বাহিরটা শুধুই পৃথিবী, কিন্তু ভিতরটা শুধুই আফসোস আর আযাব!
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِى ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيْتَنَآ أَطَعْنَا ٱللَّهَ وَأَطَعْنَا ٱلرَّسُولَا۠
“যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেয়া হবে, তারা বলবে, ‘হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম’!”
─༊[সূরা আল-আহযাব, আয়াত ৬৬//
No comments