আপনার জীবনে কখনো এমন কিছু ঘটে যাবে যা কখনো হবার ছিলো না
⎯͢ আপনার জীবনে কখনো এমন কিছু ঘটে যাবে যা কখনো হবার ছিলো না, ঘটনা ঘটার পরে আপনি নিজেই অবাক হয়ে চিন্তা করবেন, আপনি কখনোই এমনটি ভাবেন নি, এমনকি আপনারো নিজস্ব কোন হাত নেই ঘটনার পিছনে।
তবুও আপনি ভুক্তভোগী।
এই ফলাফলে আপনার অন্তর সন্তুষ্টি না হলে, সবর করুন ও ইস্তেগফার করুন। আর সামনে অনেক বিশাল সারপ্রাইজ রিওয়ার্ড এর জন্য অপেক্ষা করতে থাকুন।। আপনি সবরকারীদের সুসংবাদ দিন।’
(সুরা : বাকারা, আয়াত : ১৫৫)
এবং যারা সবর করবে আমি অবশ্যই তাদেরকে তারা যে কাজ করে তার চেয়ে উত্তম প্রতিদান দেব।
(সুরা : নাহল, আয়াত : ৯৬)
নিজ মহান রবের প্লানের প্রতি সুধারণা রাখুন। ওয়াল্লাহি তিনিতো আপন মায়ের চাইতেও বেশী দয়ালু নিজ বান্দার প্রতি।
আপনার মা আপনার কোন এক ভালো কাজে খুশি হয়ে আপনাকে কত কত গিফট করেন।। আর মহান রব তিনিতো হচ্ছেন মহান দাতা।৷ সবরকারীদের আল্লাহ ভালোবাসেন (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)।
আপনার সামান্য কিছু সময়ের সবরের জন্য আপনি কি কি যে পেতে যাচ্ছেন একটাবার চিন্তা করুন। তিনি কারো প্রতি সামান্য জুলুম করবেন না। কারো নেক আমলকেও ধ্বংস করে দিবেন না। সবর আপনাকে বিজয়ের দিকেই নিয়ে যাবে।
(২৩:১) قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ
-মুমীনরা অবশ্যই সফলকাম হয়েছে। -
━━༎༎●❥𝄞⋆⃝༆᭄̲̲̲̞̎̎͢༊═╣+╠══ ..! ❥┼༊.
No comments