Header Ads

Header ADS

হারাম রিলেশনশীপ


হারাম রিলেশনশীপ

যারা হারাম রিলেশনশীপে আছেন, তাদের জন্য ছোট্ট একটি নসিহাহ্!

আপনি কি ভাবছেন "আমরা তো তওবা করেই নিব। ক্ষমা চেয়ে নিব! আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই মাফ করে দিবেন। ইসলাম এত কঠোর নাহ! "?
ইসলাম নিশ্চয়ই এতটাও সহজ নয় যে, কবীরা গুনাহ জানার পরও আপনি দিনের পর দিন আপনার রবের সাথে জেনেশুনে নাফরমানি করবেন, তাঁকে তওবা করার প্রতিশ্রুতি দিবেন, আর তিনি আপনাকে বিনা পাকড়াও ছাড় দিয়ে দিবে! নিশ্চয়ই নয়!
এই লেইম যুক্তি গুলো থেকে এবার একটু বেরিয়ে আসা যাক!
আচ্ছা পরে তওবা করবেন, যদি তওবা করার আগেই মরে যান? আপনি নিশ্চিত কিভাবে ওই দিন পর্যন্ত বেঁচে থাকবেন? কত মানুষই তো আমার আপনার বয়সী বিভিন্ন কারণে মারা যাচ্ছে!
আপনার মৃত্যু ওভাবে হবে না আপনি এত নিশ্চিত কিভাবে? যদি এরকম ঘটে তাহলে কি হবে ভেবেছেন? এই যিনা - ব্যভিচারের শাস্তির জন্য প্রস্তুত তো?
রাত জেগে তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে কতকিছু চাইছেন! হৃদয় গলিত অশ্রু টপাটপ ঝরছে। আপনি কি জানেন দোআ কবুল না হওয়ার একটি কারণ হচ্ছে 'হারামে লিপ্ত থাকা'? একটা ছোট খামখেয়ালীর জন্য নিজের আমল, ইবাদত, দ্বীনকে কেন হুমকির মুখে ফেলছেন ভাই/বোন?
জেনেশুনে হারাম কে হারাম জেনেও ফিরে না আসাকে কি আপনার আল্লাহর সাথে নাফরমানি মনে হয় না? তাক্বওয়ার সাথে সাংঘর্ষিক নয় কি?
একটু মন দিয়ে ভাবুন...
আল্লাহ নিশ্চয়ই উত্তম সাহায্য কারী। তাঁর কাছে সাহায্য চান!
রবের নিকট প্রত্যাবর্তন করার এই তো সুযোগ!

No comments

Powered by Blogger.