জান্নাত পাওয়ার ৬ টি আমল.

 ~~ জান্নাত পাওয়ার ৬ টি আমল......

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
১.. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে। আল্লাহ নিজে জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ( সহি ফাযায়েলে আমল ; ১৪১
২.. যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উত্তর দিবে । জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ ( আবু দাউদ ; ৫২৭)
৩... নিজে সঠিক হওয়ার সত্বেও ঝগড়া পরিহার করেন। রাসুলুল্লাহ সাঃ আপনার জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদার হবেন সুবহানাল্লাহ ( আবু দাউদ ; ৪৮০০)
৪... আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জন্য জাহান্নাম হারাম সুবহানাল্লাহ ( সহীহ বুখারী ; ৬৪২৩)
৫... অযুর পর কালিমা শাহাদাত পাঠ করলে। আপনি যে দরজার দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবেন ( সুনানে ইবনে মাজাহ ; ৪৭০)
৬... প্রতিদিন অন্তত কয়েক বার হলেও সূরা ইখলাস পাঠ করবে। তার জন্য জান্নাত সুনিশ্চিত (।মিশকাতুল মাসবিহ, ২১৬০)

No comments

Powered by Blogger.