"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’-যিকিরের ফযিলত
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’-যিকিরের ফযিলত
আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যদি কেউ সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী’ বলে, তাহলে তার চেয়ে বেশি না বলে কেউ তার চেয়ে বেশি আমল নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হতে পারবে না।” অন্য বর্ণনায় তিনি বলেন, “ঐ ব্যক্তির গোনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।” (সহীহ মুসলিম,সহীহ ইবনু হিব্বান,সুনানুত তিরমিযী)
আসুন ভাই ও বোনেরা নিজের পরিবার,বন্ধুসহ সমাজের সর্বস্তরে ইসলামের দাওয়াত পৌছে দিই।মনে রাখবেন আপনার দাওয়াত শুনে কেও যদি আমল করে তাহলে সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন,শুধু তাই নয় উপকারী ইলম(জ্ঞান)সাদকায়ে জারিয়ার মতো আপনার আমল নামায় সওয়াব যোগ করবে মৃত্যুর পরেও....প্রতিদিন ২৪ ঘন্টা সময়ের মধ্যে আমরা সবাই যদি মাত্র ১০ মিনিট সোশ্যাল মিডিয়ায় ইসলামের দাওয়াত দিই তাহলে সারাদেশে প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌছে যাবে ইনশাআল্লাহ....
No comments