কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন
কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করেন
শুনেছি ৪০ জন আমীন আর ১ বার ইসমে আজম পড়ে দোয়া করলে নাকি দোয়া বিফলে যায় না।
সবাই আমার জন্য ১ বার করে ইসমে আজম ১ বার আমিন পরে দিয়েন যেনো আমার মনের আশাটা পূরণ হয়।
ইসমে আজম:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।’
দোয়াটা পড়ে আমিন লিখতে অনুরোধ রইল🥺
আর তিনবার দোয়ায় ইউনুস পড়বেন দয়া করে।
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺃَﻧْﺖَ ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﺇِﻧِّﻲ ﻛُﻨْﺖُ ﻣِﻦَ ﺍﻟﻈّﺎﻟِﻤِﻴﻦَ
উচ্চারণঃ লা- ইলা-হা ইল্লা-আংতা সুবহা’-নাক, ইন্নি কুংতু মিনায-যোয়ালিমিন।
দুয়া ইউনুসের ফযীলতঃ
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “কোনো মুসলিম যদি এই দুয়া ইউনুসের সাহায্যে আল্লাহর নিকট কিছু চাইবে, আল্লাহ তা কবুল করবেন।”
যে আমার জন্য দোয়া করবে আল্লাহ তার মনের সব আশা পুরন করুক। আমিন💓💓
No comments