নারীদের ধ্বংসের কারণ

⭕

নারীদের ধ্বংসের কারণ!

১~ ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম (ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে ? "(সহীহ বুখারী হাদীস নং:- ৪৭৬৬)
২~ ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারন করে। (বোখারী, মিশকাত, হাদীস নং:- ৪৪২৯)
৩~ ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোন পুরুষের নাকে সেটার ঘ্রান গেলো , ঐ নারী ব্যাভিচারিণী। (সহীহুল জামে, হাদীস নং:- ৪৫৪০)
৪~ধ্বংস হোক ঐ সব নারী, যারা শরীরে উল্কি (ট্যাঁটু) আঁকে এবং অন্যকে এঁকে দেয়। (সহীহ মুসলিম হাদীস নং:- ২১২৫)
৫~অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে। (সহীহ বোখারী, হাদীস নং :- ৪৮৮৬)
৬~ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। ) (সহীহ বোখারী. হাদীস নং:- ৬৬৫৭)
৭~ঐসব নারী যারা না জেনেই ধারনা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়। (সহীহ মোসলিম, হাদীস নং:- ২৫৬৩)
৮~ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গীবত করতে নিজের মুল্যবান সময় নষ্ট করে। (সুনানে আবু দাউদ, হাদীস নং:- ৪৮৭৪)
হে আল্লাহ! আমাকে হেদায়েত দান কর এবং
নফসের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো।
আমিন। ছু ম্মা আমিন। 🤲🤲

No comments

Powered by Blogger.