Tuesday, January 7, 2025

রজব ও শা’বান মাসে রাসুল সাঃ কোন দু‘আ পড়তেণ,



রজব ও শা’বান মাসে রাসুল সাঃ এই দু‘আ পড়তেন


اَللّٰهُمَّ بَارِكْ لَناَ فِيْ رَجَبَ وَشَعْبانَ وَبَلّغْنَا رَمَضَانْ

উচ্চারণঃ আল্লাাহুম্মা বাারিক লানাা ফী রজাবা ওয়া শা‘বাানা ওয়া বাল্লিগনা রমাযাান।

অর্থঃ হে আল্লাহ! আপনি আমাদেরকে রজব ও শা’বান মাসের বরকত দান করুন ও আমাদেরকে রমদান মাসে পৌছে দিন।

(আত-তাবারানী এবং আহমদ)

وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ»

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এ দু‘আ পড়তেন, ‘‘হে আল্লাহ! রজব ও শা‘বান মাসের (‘ইবাদাতে) আমাদেরকে বারাকাত দান করো ও আমাদেরকে রমদান মাসে পৌছে দিন। (আত-তাবারানী-৩৯৩৯, বাইহাকী -3815 )

No comments:

Post a Comment