Sunday, February 9, 2025

শত্রু ও হিংসুকের ওপর বিজয়ী হবার আমল



🌼শত্রু ও হিংসুকের ওপর বিজয়ী হবার আমল


ইমাম বাগাভী (রাহঃ) ছিলেন একজন বিখ্যাত মুফাস্সির এবং তাঁর তাফসীর গ্রন্থ প্রখ্যাত তাফসীর গ্রন্থসমূহের মধ্যে অন্যতম। ইমাম ইবনে তাইমিয়া (রাহঃ) তাঁর তাফসীর সম্পর্কে প্রশংসা করে বলেছেন যে, এটি শ্রেষ্ঠ তাফসীর গ্রন্থগুলোর একটি।

ইমাম বাগাভী (রাহঃ) তার তাফসীরের মধ্যে সূরা আলে ইমরানের ২৭ নং আয়াতের তাফসীরে হযরত আলী (রাঃ)-এর একটি উক্তি উল্লেখ করেছেন। উক্তিতে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, এবং সূরা আলে ইমরানের ১৮ থেকে ১৯ নং আয়াত পড়ে এরপর ২৬ ও ২৭ নং আয়াত পাঠ করবে, তার এই আমল মহান আল্লাহর আরশের কাছে পৌঁছে যাবে।

এ সময় মহান আল্লাহ তা'য়ালা বলেন, "আমার যে বান্দা এই আয়াতগুলো ফরজ নামাজের পরে পড়বে, তার জন্য আমি ছয় স্তরের সম্মান-মর্যাদা বৃদ্ধি করবো।"

১. আমি তার শেষ ঠিকানা জান্নাতে নির্ধারণ করবো।

২. তাকে আমার সান্নিধ্য দান করে উচ্চ মর্যাদা দান করবো।

৩. আমি তার ওপর রহমতের দৃষ্টি নিক্ষেপ করবো।

৪. প্রতিদিন তার ৭০টি প্রয়োজন পূরণ করবো, যার মধ্যে অন্যতম হলো তাকে মাগফিরাত প্রদান করা।

৫. তাকে তার শত্রু এবং হিংসুকের শত্রুতা থেকে হেফাজত করবো।

৬. শত্রু এবং হিংসুকদের বিরুদ্ধে তাকে বিজয়ী করবো।

(তাফসীরে বাগাভী, ১ম খন্ড, পৃষ্ঠা নং- ২৯১)

No comments:

Post a Comment