নামাজের প্রথম ফজীলত: হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তায়ালা দয়া করে তার বিরাট পাঁচটি বিপদের জায়গায় পাঁচটি উল্লেখযোগ্য পুরস্কার দান করবেন।
নামাজের দ্বিতীয় ফজীলত: হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তায়ালা দয়া করে তার দুনিয়ার অভাব অনটন দূর করে দিবেন।
নামাজের তৃতীয় ফজীলত: হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তায়ালা দয়া করে তার পিতা-মাতার কবরের আজাব মাফ করে দিবেন।
নামাজের চতুর্থ ফজীলত: হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ পাক দয়া করে হাশরের ময়দানে তার ডান হাতে আমলনামা দান করবেন।
নামাজের পঞ্চম ফজীলত: হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের সহিত আদায় করবে, মহান আল্লাহ তায়ালা দয়া করে তাকে ত্রিশ হাজার বছরের পুলছেরাতের রাস্তা বিজলীর ন্যায় পার হওয়ার তাওফিক দিয়ে দিবেন। এই নামাজকে আরও বেশি বেশি করে পড়তে হবে, নামাজের মাকছুদ বা ফজীলত জানায়ে জানায়ে আল্লাহর বান্দা বান্দিদিগকে দাওয়াত দিতে হবে এবং নির্জনে বসে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করতে হবে, হে আল্লাহ! আপনার নবী, অলী ও সাহাবা কেরামগণ যেভাবে এই নামাজকে পড়ে গিয়েছেন সেইভাবে আমাকে পড়বার তৌফিক দান করুন। আমিন।
আমার নবী হাদীস শরীফে বলেছেন,
الصَّلَاةُ مِفْتَاحُ الْجَنَّةِ
(আচ্ছালাতু মিফতাহুল জান্নাত) নামাজ বেহেশতের চাবি।
No comments:
Post a Comment