রমাদান মাসের ২৭ টি স্পেশাল আমল

 


🟥 রমাদান মাসের ২৭ টি স্পেশাল আমল :

১) রমাদানের চাঁদ দেখা।
২) রমাদানের রোজা রাখা।
৩) তারাবিহর নামাজ পড়া।
৪) সাহরী খাওয়া।
৫) দেরি করে সাহরি খাওয়া।
৬) ইফতার করা।
৭) ইফতার তাড়াতাড়ি করা।
৮) ইফতারের সময় দুআ করা।
৯) ইফতার ও সাহরিতে খেজুর খাওয়া।
১০) রোজা অবস্থায় দুআ করতে থাকা।
১১) সকল প্রকার গোনাহ বর্জন করা।
১২) ঝগড়া পরিহার করা।
১৩) মিথ্যা ত্যাগ করা।
১৪) বেশি বেশি ভালো কাজ করা।
১৫) বেশি বেশি ইস্তেগফার করা।
১৬) মিসওয়াক করা।
১৭) উমরা করা।
১৮) তাহাজ্জুদ পড়া ও দুআ করা।
১৯) রোজাদারকে ইফতার করানো।
২০) বেশি বেশি সাদাকা করা।
২১) শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করা।
২২) শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা
২৩) রমজানের শেষ দশকে লাইলাতুল ক্বদরের দুআ করা।
২৪) সদকাতুল ফিতর আদায় করা।
২৫) কুরআন তেলাওয়াত বেশি বেশি করা।
🤲২৬) অন্যকে কুরআন শুনানো।
২৭) ইতেক্বাফ করা।
আল্লাহ্ আমাদেরকে যথা সাধ্য আমল করার তাওফীক দান করুন ❤️❤️🤲

No comments

Powered by Blogger.