আপনি যখন রাতে একা, একা কান্না করে তখন আল্লাহ তায়ালা যা বলেন -
আল্লাহ তার ফেরেশতাদের, উদ্দেশ্য করে বলেন...!
কোন জিনিশ আমার এই, বান্দার চোখের পানি আনল...? ফেরেস্তাগন বলেন...! আপানার বান্দি/বান্দা শুখি নেই।আপানার বান্দি / বান্দা দীর্ঘ সমই যাবত হাসে নি...😟 এই বলে ফেরেস্তাগন বান্দির জন্য কান্না করতে থাকেন । এবং আল্লাহকে বলেন ...!
বন্ধুরা ভিদিও টি শেষ পর্যন্ত দেখবেন
👇👇👇👇👇
আমরা যতো দুঃখে কষ্টে থাকিনা না কেন মহান আল্লাহ তায়ালা সবসমই আমাদের পাশে থাকেন। আপনি যখন বিপদে পরবেন ,আপনি যখন বিমারে পরবেন আপানার যখন টাকা প্রয়োজন পড়বে আপানার পাশে কাউকে পাবেন না কিন্তু আল্লাহ তায়ালা আমাদের সমস্থ বিপৎ থেকে রক্ষা করেন এবং তিনি আমাদের -
No comments:
Post a Comment