Tuesday, December 10, 2024

দোয়া কবুল না হওয়ার কারণ কি



⭕প্রশ্ন:- দোয়া কবুল না হওয়ার কারণ কি❓


⭕উত্তর :- যেসব কাজ করলে দোয়া কবুল হবে না তার কারণ হলো•••

1️⃣ গিবতকারীর দোয়াও কবুল হয় না। আমলনামায় তার পাপ বৃদ্ধি হতে থাকে।

2️⃣ তুমার কাছে যা আছে শুকরিয়া আদায় না করলে দোয়াও কবুল হবে না।

3️⃣ ব্যভিচার নারী ও পুরুষের দোয়া কবুল হয় না।

4️⃣ আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হয় না।

5️⃣ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না।

6️⃣অন্যায় কাজের প্রতিরোধ করে না - এসব ব্যক্তিদের দোয়া কবুল হয় না।

7️⃣ তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না।

8️⃣ খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম তাদের দোয়া কবুল হয় না।

9️⃣ শিরক কারীর করলে দোয়া কবুল হয় না।

🔟 নেশায় ডুবে থাকলে দোয়া কবুল হয় না।

1️⃣1️⃣ দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না।

1️⃣2️⃣ হতাশ নিরাশ ময় মনের দোয়া কবুল হয় না।

(তিরমিজি, হাদিস : ৩৪৭৯।(হিইয়াতুল আউলিয়া : ৮/১৫, ১৬)৷ (আল মুজামুল আওসাত: ৬৪৯৫) (বুখারি: ৬৩৪০) (তিরমিজি: ২১৬৯) (আত-তারগীব: ১৬৩৩) (তিরমিজি: ৩৪৭৯)🤍



🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment