দুনিয়ার সর্বোত্তম নারী
--দুনিয়ার সর্বোত্তম নারী--
একবার প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিলে আলোচনা হচ্ছিল, পৃথিবীতে সর্বোত্তম নারী কে?
একেকজন একেক গুণ ও বৈশিষ্ট্যের কথা বলছিলেন।
এমন সময় হযরত আলী রাযিয়াল্লাহু তায়ালা আনহু এক কাজে বাড়ি যান।
গিয়ে তিনি হযরত ফাতেমা রাযিয়াল্লাহু তায়ালা আনহাকে মাহফিলের আলোচনার কথা বললেন এবং এ কথাও বললেন, এ বিষয়ে এখনো কোন ফয়সালা হয়নি।
এ কথা শুনে হযরত ফাতেমা রাযিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, আমি কি বলব সর্বোত্তম নারী কে?
হযরত আলী রাযিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, বল।
হযরত ফাতেমা রাযিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম নারী সেই, যার দিকে কোন পরপুরুষ তাকায়নি এবং সে নিজেও কোন পরপুরুষের দিকে তাকায়নি।
হযরত আলী রাযিয়াল্লাহু তায়ালা আনহু মাহফিলে ফিরে যান। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার স্ত্রী বলল, দুনিয়ার মধ্যে সর্বোত্তম নারী সে, যার দিকে কোন পরপুরুষ তাকায়নি এবং সে নিজেও কোন পরপুরুষের দিকে তাকায়নি।
হযরত ফাতেমা রাযিয়াল্লাহু তায়ালা আনহার উত্তর শুনে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
فاطمة بضعة مني
ফাতেমা তো আমার কলিজার টুকরো।
No comments