মজা করে মিথ্যা বললে গুনাহ হয় কি?

 


প্রশ্ন : মজা করে মিথ্যা বললে গুনাহ হয় কি?

উত্তর: জ্বী অবশ্যই। 


রাসুল (সাঃ) বলেছেন,


"যে বক্তি হাসি মজার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ বানানোর দায়িত্ব নিলাম" (আবু দাউদ - ৪৮০০)


"যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক, তার ধ্বংস হোক " (তিরমিজি - ২৩১৫)


 উপরোক্ত রাসূল (সাঃ) এর উক্তি থেকে স্পষ্ট ভাবে বুঝা যায় যে আমরা মজার ছলে যেইটা বলি সেইটার সাথে বাস্তবে মিল না থাকলে সেইটা মিথ্যা বলেই গন্য হবে। 


সুতরাং মজা করার জন্য এই সব ছোট ছোট মিথ্যা কথা পরিহার করুন। হয়তো এই সামান্য মিথ্যার জন্য আমাদের কিয়ামতের দিন কঠিন হিসাব দিতে হতে পারে। 


আমাদের মনে রাখা দরকার একটা মিথ্যা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। হোক না সেটা মজা! মিথ্যা তো মিথ্যাই।



No comments

Powered by Blogger.