দানের ফজিলত কি


দানের ফল

                          ∞-----------------∞


১ম পর্ব: যে আত্মীয় স্বজনের জন্য দানের দরজা খুলিয়া দেয়, আল্লাহ পাক তার হায়াত বাড়াইয়া দেন ও জীবিকা বৃদ্ধি করিয়া দেন। গোপন দান আল্লাহর গজব প্রতিরোধ করে ও অপমৃত্যু রোধ করে। পরকালে গোপন দানকারী আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় পাবে। প্রকাশ্য দানে ধন ও সম্মান বৃদ্ধি হয়। আত্মীয়কে দান করলে ধন ও আয়ু বৃদ্ধি হয় এবং ইহা ঈমানের অংশ। অনাত্মীয় গরীবকে দান করলে ধন বৃদ্ধি হয়। মূসাফিরকে দান করলে ধন বাড়ে ও মুশকিল আছান হয়। পিতা-মাতাকে দান করলে স্বচ্ছলতা লাভ হয় ও মনের বহু আশা পূর্ণ হয়। ঋণগ্রস্তকে দান করলে এমন স্বচ্ছলতা লাভ হয়, যাহা কখনও কল্পনা করে নাই। গরীব বিধবাকে দান করলে আল্লাহর রহমত ও মর্যাদা লাভ হয়। গরীব, বিধবা, এতিমের পর্যায়ভুক্ত জীবনে কোন সংকট উপস্থিত হয় না। যে নারী লজ্জাবশত দান প্রার্থী হয় না, তাহাকে দান করলে সংকট উদ্ধার হয়। সব চেয়ে ভালো দান গরীব আত্মীয় এতিমকে, আর ইসলামের বিদ্যা শিক্ষার্থীকে। ইহাতে দুনিয়ার বিশেষ মঙ্গল হয়।


○ যে ধনী ও বিখ্যাত হইবার নিয়তে দান করে, সে সর্ব প্রথম দোজখে প্রবেশ করবে। দান করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে। দারিদ্রতাও মু'মিনের জন্য পুরস্কার। লজ্জা ঈমানের অংশ।


বিপদে ধৈর্য ধারণ করা এবাদত। হালাল উপার্জন করা ফরজ। অতিরিক্ত ভোজন দুর্ভাগ্যজনক। আল্লাহ পাক বলেন,


وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَكُمْ


(ও য়াআনফিক্ মিম্মা রাযাকনা কুম)


"তোমাদেরকে যে রিযিক আমি দিয়েছি, তার থেকে আমার রাস্তায় খরচ


কর।"


(সূরা বাকারা, আয়াত: ২৫৪)


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে প্রশ্ন আসছে কি খরচ করব? আল্লাহ বলেন-


وَيَسْلُونَكَ مَاذَا يُنْفِقُونَ


(ও ইয়াইয়াছ আলুনাকা মা-জা ইউনফিকূন)


"হে নবী! তারা আপনার কাছে প্রশ্ন করে কি খরচ করব?"


(সূরা বাকারা, আয়াত: ২১৯)


আপনি বলে দেন, قُلِ الْعَفْرَ )কুলিল আফওয়া) প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। আজকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না।


আজকে ধনীরা আরও বাড়ি, আরও গাড়ি করার চিন্তায় ব্যস্ত। অথচ গরীবের টাকা দিয়া আল্লাহর দ্বীন আল্লাহ পাক টিকায়ে রাখছে। মাদ্রাসা চলছে। গরীবরাই ইসলাম টিকায়ে রাখছে। নামায দিয়া, রোজা দিয়া, পর্দা দিয়া, যিকির দিয়া, তাহাজ্জুদ দিয়া, মাদ্রাসায় চাঁদা দিয়া। আল্লাহ পাক আরও বলেন-


وَأَنفِقُوا مِمَّا جَعَلْنَكُمْ مُسْتَخْلَفِينَ فِيهِ . 

(ওয়া আনফিকু মিম্মা জায়া'লনাকুম মোছতাখলাফীনা ফীহ)


আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করেছি, এর মধ্যে গরীবের হক আছে তাহাদের হক দিয়ে দাও।" (সূরা হাদীদ, আয়াত: ৭)


• সুতরাং ধনী বোনদের বলে যাই, গরীবের খবর লইয়েন, এতিম মিছকিনের খবর লইয়েন। ভাঙ্গা বাসন হাতে করে যদি আপনার কাছে কিছু চায় ধমক দিয়া তাড়াইয়া দিয়েন না। কিছু না কিছু তার বাসনে দিয়া দিয়েন।

No comments

Powered by Blogger.